ক্যান্ডিফ্লস

Estimated read time 1 min read

ভোর রাতে সেহরীর পরে একটু ঘুম এলো, স্বপ্নে দেখলাম ক্রাশের সাথে ঘুরতে বেরিয়েছি। সারাদিন ঘুরেফিরে ইফতারের পর SunCity Mall এর সামনে দুজনে পা ঝুলিয়ে বসে আছি। হঠাৎ সে আমাকে কনুইয়ের খোঁচা দিয়ে বললো, “Candyfloss খাবো।” আমি মনে মনে বললাম “আল্লাহ! এ আবার কি জিনিস! পকেটে আছে মাত্র ৭২ টাকা এরমধ্য আবার একটা দশ টাকার নোট সেলোটেপ মারা, দু-তিন জায়গায় ফেরত দিয়েছে। আমার ফেরার টোটো ভাড়া ১০ টাকা, তার টোটো ভাড়া ১০ টাকা, বাকি থাকলো ৫২ টাকা। মুখ আমতা আমতা করে বললাম “তা এই Candyfloss কোথায় পাওয়া যায়? চলো সেই দোকানে যাই৷ সে হেসে বলে “গাধা তুমি, Candyfloss চেনো না! ওই যে Candyflossওয়ালা দাড়িয়ে আছে।” Candyflossওয়ালা কে দেখেই শান্তির নিঃস্বাস ফেললাম।
হাক দিয়ে ডাকলাম

“এইইইই হাওয়াই মিঠাই, এইদিকে আয়! ?

নাহ!! এই ঘটনা বা গল্প আমার না। ফেসবুক স্ক্রল করতে করে এটা পেয়েছিলাম। ঘটনাটি পড়াত পর তিন মিনিট চোখ বন্ধ করে নিজের জিবনে বসিয়ে নিলাম। চলচ্চিত্রের মত নিজেকে দেখলাম চোখ বন্ধ করে। স্থান কাল পরিবর্তন করে নিজের করেনিলাম জীবনে না ঘটে যাওয়া এক মুহূর্ত কে।

+ There are no comments

Add yours